প্রিন্ট এর তারিখঃ Dec 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
বাসাইলে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. বজলুর রহমান মিয়া।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রহিম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান আলো, টাঙ্গাইল জজ কোর্টের এপিপি মো. জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক দেওয়ান, সদস্য শেখ ফিরোজ, হারুন-অর-রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার কেবি কায়সার, সদস্য আবু সাইদ মিয়া, খন্দকার বদরুদুজা কায়ছার, বাসাইল পৌরসভা ও সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. রুকন উদ্দিন আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক শামীমা খান সীমা প্রমুখ।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি ও মানোন্নয়নসহ বিভিন্ন গঠনমূলক আলোচনা করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের আত্মমর্যাদা ও সম্মান সবার ওপরে রাখার আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com