প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
ভালুকায় নবজাতক শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে কার্টুনের ভেতর ফেলে রাখা অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা রাতে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীর বাজার এলাকায় মহাসড়কের পাশে চলন্ত মোটরসাইকেল থেকে দুই যুবক একটি কার্টুন ফেলে দ্রুতগতিতে চলে যায়। ঘটনাটি টের পেয়ে দুই ব্যাক্তি স্থানীয়দের বিষয়টি জানায়। স্থানীয়রা ঘটনাটি জাতীয় জরুরী সেবা ৯৯৯ফোন দেয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টুনটি উদ্ধার করে। পরে কার্টুনটি খুলে এক নবজাতক শিশু দেখতে পান। তাৎক্ষনিক ভাবে পুলিশ নবজাতককে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, মহাসড়কের পাশ থেকে এক নবজাতক শিশু উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতকের মরদেহ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
# ফজলে হাসান, ভালুকা থেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com