প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
কালিহাতীতে প্রতিবন্ধিকে ধর্ষণেরে অভিযোগে একজন গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে কবির হোসেনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
জানা গেছে, গত শনিবার ১৭ জানুয়ারি উপজেলার বিল পালিমা গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে পাশে নির্জন স্থানে নিয়ে মৃত আব্বাস আলীর ছেলে কবির উদ্দিন ধর্ষণ করে। কিশোরী চিৎকার করলে একপর্যায়ে স্থানীয়রা দেখে ফেলায় কবির পালিয়ে যায়। কিশোরীর বাবা ও স্থানীয়রা জানান, ঘটনার আগে কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায়।
কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, অভিযোগ পেয়ে কবিরকে গ্রেফতার করি। গতকাল রবিবার বুদ্ধি প্রতিবন্ধিকে টাঙ্গাইল মেডিকেলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরী মা কবির উদ্দিনকে আসামি করে কালিহাতী থানায় অভিযোগ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com