প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
গৌরীপুরে যুগান্তর শিশুউৎসব

দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তরের ২৭তম জন্মোৎসব উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি/২৬) ‘শিশুর চোখে আনন্দের বিশ^ময়’ স্লোগানে ‘যুগান্তর শিশুউৎসব’ অনুষ্ঠিত হয়। দিশা প্রি-ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত এ উৎসবে শিশুরা চিত্রাংকন, কবিতা আবৃত্তি, যেমনখুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ। স্বাগত বক্তব্য রাখেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। বক্তব্য রাখেন দিশা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক ঝর্ণা দাস, তানজিনা আক্তার, সুলতানা ইয়াসমিন স্বর্ণা, শান্ত রানী শীল, স্বর্ণালী আক্তার, প্রিয়া প্রমুখ।
শিশু উৎসবে বিজয়ীরা হলো আছিয়া আক্তার মাহি, হোমায়রা, মিনহাজ তাওসিফ, ঈশ^ানী গোস্বামী, মোহাইমিনুল ইসলাম, আরোহী, পূজা রানী সরকার, মাহফুজ আহমেদ, নিরব হাসান শাওন, মুবাশির সোয়াদ মুগ্ধ, আদিত্য সরকার, সানী রহমান তূর্য, আতিফা নূর
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com