প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
মধুপুরে প্রয়াসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানবসেবার ব্রত নিয়ে সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপি এ মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
উপজেলার আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগ, নারী ও শিশু রোগ, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন পরিমাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় কিছু ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন—ডা. মোঃ নাজমুল হুদা, ডা. নাজনীন নাহার নিপা, ডা. আয়েশা জান্নাত মীম ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার খোদেজা খাতুন আঁখি।
এছাড়াও ক্যাম্পে Doctor's Diagnostic and Consultation Center মধুপুর এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে আগত একটি মেডিকেল টিম সার্বিকভাবে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন, যা পুরো আয়োজনকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলে।
প্রয়াসের সভাপতি মো. ছোয়া আলিফ সিদ্দিকী তাজ বলেন, প্রয়াস সবসময় মানবতার পক্ষে কাজ করে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। সম্মানিত চিকিৎসকবৃন্দ, টাঙ্গাইল মেডিকেল কলেজের টিম ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, তরুণদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রয়াস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, এ ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার। আয়োজন সফল করতে সাংগঠনিক সম্পাদক আনাস মুহাম্মাদ ও শাহরিয়ার রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও FoodLab-এর স্বত্বাধিকারী তাহেদি সোয়াদ এবং প্রয়াসের সিনিয়র সদস্য ও Noor Wedding Studio এর CEO আল নূর ফাহিম বিশেষভাবে সহযোগিতা প্রদান করেন।
ক্যাম্পটি সফলভাবে বাস্তবায়নে প্রয়াসের স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় সহযোগীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রয়াস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশেষ করে আলোকদিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com