প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
জেলা যুবদলের সদস্য সচিবকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, যুবদলের যুগ্ম আহবায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদ হোসেন ইমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তথা কথিত সিন্ডিকেটের মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিলো অন্যতম। যে বাবু জীবনের ঝুঁকি নিয়ে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই বাবুকে বহিষ্কার করা হয়েছে। এর তীব্র নিন্দা জানান বক্তারা।
গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাবুর বহিষ্কারাদেশ জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com