প্রিন্ট এর তারিখঃ Jan 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
মধুপুরে টিআইবির উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন

মধুপুরে টিআইবির উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়েছে। ২৬ জানুয়ারী সোমবার সকালে টাঙ্গাইলে মধুপুর উপজেলা প্রশাসন ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) মধুপুর এর যৌথ উদ্দ্যোগে “জীবাশ্ম জ্বালানিকে না বলুন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক র্যালি ও মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মধুপুর উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত র্যালি ও মানব বন্ধন এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি(সনাক) মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, মো: মনিরুজ্জামান ইউএও, ইমরান হোসেন এই ডিপিএইই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, মুসলিমা ডিএও, পিআইও রাজীব আল রানা,শারমীন সুলতানা সুমি-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, সচেতন নাগরিক কমিটি সদস্যবৃন্দ ও ইয়েস সদস্যবৃন্দ মধুপুর, গনমাধ্যম কর্মী, স্টুডেন্টস, উন্নয়ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় ধারণাপত্রের ৯টি সুপারিশমালা প্রস্তাাবনা তুলে ধরেন মধুপুর সনাকের ইয়েস দলনেতা হাবীবুর রহমান। প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন, মধুপুর অনুষ্ঠানের শেষান্তে বলেন “সচেতন নাগরিক কমিটি বরাবরের মতো এবারো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোচ্চার হয়েছে বলে মনে আয়োজনক কমিটি। আজকে আন্তর্জাতিক দিবস বলে নয় আগামীকে সুন্দর সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে জীবাশ্ম জ্বালানিকে বাদ দিয়ে পরিবেশ রক্ষায় অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ুশক্তি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে। তবেই মানুষের তৈরি প্রাকৃতিক দুর্যোগ হতে আমরা রক্ষা পাব।” অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রায় শতাধিক জনগন। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির এরিয়া কোর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com