বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের এক অংশের উদ্যােগে মধুপুর অডিটোরিয়ামের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী।
বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ মান্নান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম আতিকুর রহমান।