টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমি চাই। আমি যদি এমপি নাও হই, তবুও নিজ খরচে মধুপুর ও ধনবাড়ী এলাকায় কর্মসংস্থানমূলক উদ্যোগ চালু করব।
রবিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চালাষ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তরুণদের হাতে-কলমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
তিনি বলেন, শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না প্রয়োজন হাতে-কলমে দক্ষ জনশক্তি। কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন