খেলায় পিছিয়ে পড়েও টাঙ্গাইল এক্সপ্রেস স্টাইকার মনিরের দুর্দান্ত দুই গোলে নাগরপুর নজরুল সেনাকে হারিয়ে ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। শনিবার(২৪ জানুয়ারি) বিকেলে সন্তোষের রথখোলা মাঠে ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুরুতে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন খেলার ১১ মিনিটের সময় নাগরপুর নজরুল সেনা ক্লাবের মধ্যমাঠের খেলোয়াড় সজিবের গোলবারমুখী ফ্রি কিক শর্ট টাঙ্গাইল এক্সপ্রেসের গোলরক্ষক ফিরোজ বল গ্রিপে নিতে না পারলে ছুটে যাওয়া বলে মিরাজ টোকা দিয়ে বল জালে পাঠিয়ে দিয়ে(১-০)দলকে এগিয়ে নেয়। দু’দলের আক্রমন পাল্টা আক্রমনের খেলায় দৌহিক শক্তি প্রয়োগ করে খেলেও প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে টাঙ্গাইল এক্সপ্রেসের আইভরি কোষ্টের স্টাইকার ওমা বিক্ষিপ্ত ্আক্রমন থেকে গোল করে(১-১) খেলায় সমতা আনে। খেলায় সমতা আনার পর টাঙ্গাইল এক্সপ্রেসের গতি বেড়ে যায়। খেলার ৫৩ ও ৭২ মিনিটের সময় টাঙ্গাইল এক্সপ্রেসের দুরন্ত স্টাইকার মনির ২টি গোল করে(৩-১) ব্যবধান বড় করেন। এরপর খেলায় কোন পক্ষ গোল করতে ব্যর্থ হলে টাঙ্গাইল এক্সপ্রেস বিজয়ী হয়ে ফাইনালে উঠে। ভূয়াপুর উপজেলার নজরুল সেনা ক্লাব সখিপুর ফুটবল ক্লাবকে হারিয়ে আগেই ফাইনালে উঠেছে।
রোটানিয়ান অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহৃবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া চান, মহিলা ফুটবল কোচ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুন্নাহার খান মুন্নী, বাবুল সিদ্দিকী, নিতু সরকার, পুতুরা মিজান, জাহাঙ্গীর হোসেন, লাভলু মিয়া, আজিজুল হক, আঃ জলিল, মিজানুর রহমান খান, পনির, মামুন, আকবর প্রমুখ।
দু’দলে যারা খেলেছেন তারা হলেনঃ টাঙ্গাইল এক্সপ্রেসঃ ফিরোজ(অধিনায়ক), ইমন, সুরঞ্জন, রাজু, রানা, অনিক ঘোষ, শিহাব, আব্বাস(ঘানা),ওমা(আইভরি কোষ্ট), মনির/প্রান্ত দেওয়ান, রানা-২/মঈন। নাগরপুর নজরুল সেনাঃ আল আমিন, হৃদয়, সুজন(অধিনায়ক), রেজাউল, মানিক, মিরাজ, সজিব, রাফিউল, রিফাত, শরিফ ও নাদিম। রেফারীঃ আফজাল হোসেন রতন, সহকারী রেফারীঃ মহিউদ্দিন ও মমিনুর রহমান।