টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে সুচিত্র বর্মন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেয়। বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুচিত্র বর্মন উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘিরচালা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সুচিত্র বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিশকে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিখোঁজের প্রচারণা চালানো হয়েছিল। আজ শুক্রবার দুপুরের পর প্রতিবেশীরা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করলে পরিবারের লোকজন গিয়ে শনাক্ত করেন। নিহতের ছেলে সুধীর বর্মন বলেন, বাবার লাশটি অর্ধগলিত অবস্থায় কাপড়-চোপড় দিয়ে মোড়ানো ছিল।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সুধীর বর্মন বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।