ঢাকা | 25 January 2026

বহিস্কারের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মোহাম্মদ আলী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী  এ্যাড. মোহাম্মদ আলী। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলহাজ¦ ফকির মাহবুব আনাম স্বপন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি এবং এ্যাড. মোহাম্মদ আলী,  সদস্য জাতীয় নির্বাহী কমিটি। কিন্তু দলীয় চূড়ান্ত মনোনয়ন পায় ফকির মাহবুব আনাম স্বপন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এ্যাড. মোহাম্মদ আলী। এতে ২১ জানুয়ারি দল থেকে বহিস্কৃত হন এ্যাড. মোহাম্মদ আলী। মোটর সাইকেল প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় (মধুপুর-টাঙ্গাইল) প্রচারণাও শুরু করেন তিনি। আজ শুক্রবার (২৩-০১-২০২৬) দলের নেতাকর্মীদের আহবানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। 

এব্যাপারে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান বলেন, এ্যাড. মোহাম্মদ আলীকে আমরা আগে থেকেই ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়েছি। তিনি আজ  আমাদের আহবানে সাড়া দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কাজ করবেন। তার এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ