ঢাকা | 06 December 2025

গৌরীপুরে বিজয় মাসের পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর/২৫) বিজয় মাসের পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. মহসিন মিয়া, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ^জিৎ, বেকারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিম উদ্দিন, বাহাদুরপুর ফিরুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা আক্তার লোপা, ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র রবিদাস, বোকাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঋতুশ্রী রায়, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিতি বানু, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ