ঢাকা | 06 December 2025

টাঙ্গাইলে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

৩৪ তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয়, "প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া  ডিপিওডি অফিস প্রাঙ্গণে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সরকারি কমিশনার নওশাদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ছিলিমপুর ইউনিয়নের  চেয়ারম্যান মোঃ সুজায়েত হোসেন, মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম সিকদার, হোসনেয়ারা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অভিমত ব্যক্ত করা হয়। সেখানে জেলা প্রশাসক বরাবর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ, বিনামূল্য সহযোগিতা, ইউপি চেয়ারম্যানদের কাছে বিজিএফ ও নানাবিধ সার্বিক সহযোগিতার দাবি পেশ করা হয়। উক্তিঅনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা সাইট সেভার্স কান্ট্রি অফিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল-ডিপিওডি"র পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ