ঢাকা | 06 December 2025

টাঙ্গাইলে পুস্তক ব্যবসায়ি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নির্বাচনে শহিদুল ইসলাম খান সভাপতি, মোর্শেদ আলী খান মাছুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি শহিদুর রহমান খান চতুর্থ বারের মতো সভাপতি এবং মোর্শেদ আলী খান মাছুম প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি পদে মো. নুরুল ইসলাম, সহসভাপতি পদে মাওলানা হারুন অর রশিদ, খন্দকার মশিউর রহমান, কানু চন্দ্র বসাক ও তারা মিয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান খান, মো. নাছির ও শরিফুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে মো. আলভী মাহমুদ। কার্যকরি সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মো. মঞ্জুরুল ইসলাম মাস্টার, মো. জসীম শিকদার, মো. আফজাল হোসেন, এ কে এম ফজলুল করিম বুলবুল, মো. মুনীর সাদাত, মো. আমিনুল ইসলাম ভূইয়া, আবু সায়েম, মো. ইমরান হোসেন, এস.এম মঞ্জুরুল ইসলাম, মো. আলমগীর হোসেন খান, মো. মঞ্জুরুল হক, মাও. মো. জুলহাস উদ্দিন, আব্দুল কদ্দুছ, মো. আব্দু রহিম, মো. জুলহাস উদ্দিন, মো. রফিকুল ইসলাম ও মো. মনসুর হেলাল।
নব-নির্বাচিত এই কমিটির সদস্যরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। 
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল হোসেন তালুকদার। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে ছিলেন মো. নাজমুল হাসান ও মো. সেলিমুর রহমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ