ঢাকা | 06 December 2025

নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ময়মনসিংহ বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার এডভোকেট, ম. কিবরিয়া চৌধুরী সেলিম, এম মোখলেসুর রহমান খান, মতিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খসরু ও ভজন দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক লিটন, সমাজকল্যাণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন আহমেদ, এস এম শহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান তালুকদার, নাবিলা আফরিন প্রমুখ।

 তাঁরা নতুন বিভাগীয় কমিশনারকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্বকালকে সফল ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণকে দক্ষ সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। এ অঙ্গনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “মিডিয়া সমাজের আয়না ও উন্নয়নের সহযাত্রী। প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আপনাদের গঠনমূলক মতামত সবসময়ই মূল্যবান।”

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল  ইসলাম নবনিযুক্ত কমিশনারের পূর্ববর্তী দায়িত্ব পালনকালীন সাফল্য ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। পাশাপাশি প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ