টাঙ্গাইলের বাসাইলে জীপগাড়ি (ঢাকা মেট্রো-ঘ ০২-১৮২২) রেখে পালিয়ে গেছে দেশীয় অস্ত্র সজ্জিত ৫/৭ জনের সংঘবদ্ধ ডাকাত চক্রের একটি দল। গত সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে বাসাইলের দিকে পালানোর সময় ডাকাতদল উপজেলার নলগাইরা বাজারে (পূর্বপৌলি) গাড়িটি রেখে পালিয়ে যায়। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডাকাতদের ব্যবহৃত জীপগাড়ীটি জব্দ করে বাসাইল থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী বাসাইল থানার কনষ্টেবল নূরুল ইসলাম জানান, আনুমানিক রাত পৌনে একটার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী একটি জীপগাড়িকে দাঁড়ানোর জন্য সিগনাল দেই। গাড়ির চালক আমাকে চাপা দেবার চেষ্টা করে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ডাকাতদলের ফেলে যাওয়া জীপগাড়িটি নলগাইরা বাজার থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করা হবে এবং তাদেরকে গাড়িটি হস্তান্তর করা হবে।