ঢাকা | 06 December 2025

ভালুকায় ১৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলছে

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেও ময়মনসিংহের ভালুকায় ১৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল বুধবার উপজেলার রাজৈ, ভালুকা সদর ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তবে কিছু সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি। পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা।
অভিভাবকরা বলছেন, সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে কিছুটা প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ওপরে। তাই সরকার ও শিক্ষকদের উভয়পক্ষকে বিষয়টি বিবেচনা করা উচিত ।
দক্ষিণ ভালুকা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা নিয়েছি। তবে সরকারের কাছে আমাদের অনুরোধ তারা যেন আমাদের শিক্ষকদের দাবিগুলো খুব দ্রুতই মেনে নেয়।  
৪৫ নম্বর খারুয়ালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন জানান, আমাদের সহকারী শিক্ষকরা তাদের দাবির পক্ষে রয়েছে। শুধুমাত্র শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বার্ষিক পরীক্ষা নিচ্ছি।
১১৭ নম্বর দক্ষিণ ভালুকা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম জানান, আমাদের সহকারী শিক্ষকরা তাদের দাবির পক্ষে থাকলেও ক্লাসের সময়ও কর্মবিরতির প্রভাব পরেনি। আমাদের শিক্ষকরা স্বাভাবিক ভাবেই প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছে।
ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, সকালে উপজেলায় ১৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপের বার্ষিক পরীক্ষা হয়েছে। তিনি আরো জানান, সহকারী শিক্ষকরা কিছু স্কুলে তারা কর্মবিরতি পালন করছেন। আবার কিছু স্কুলে কর্ম করছে তারা বলে জানান ওই শিক্ষা কর্মকর্তা।





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ