ঢাকা | 06 December 2025

মধুপুরে এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলে মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি  মৌসুমে উফসী ও হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুভ  উদ্বোধন করা হয়েছে। 
বুধবার   (৩ডিসেম্বর ) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি  এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে  এক হাজার  কৃষকের মাঝে ৫ হাজার  কেজি উফসী ও হাইব্রিড ধানের বীজ ১০ হাজার কেজি ডি এপি ও ১০ হাজার কেজি এমওপি সার  কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। প্রধান অতিথি ছিলেন  মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জুবায়ের হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি  উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা  , কৃষি সম্প্রসারণ  অফিসার  এ,বি, এম, খাইরুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ  কর্মকর্তা   মো: মিজানুর রহমান এবং  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি  মৌসুমে উফসী ও হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মধ্যে দিয়ে   মধুপুরে  ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  প্রান্তিক ছোট ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল এই ধানবীজ বিতরণ শুরু করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ