ভালুকায় পরিবার পরিকল্পনা পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন
ছবির ক্যাপশন:
ময়মনসিংহের ভালুকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নন -গেজেট কর্মচারী নিয়োগ বিধি ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মাঠ পর্যায়ের সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা মঙ্গলবার সকাল ১১ টার দিকে ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচী পালন করেছেন। ।কর্মসূচিতে নেতৃত্ব দেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক লুৎফর রহমান, সোহাগ, মনিরুজ্জামান, আরিফ, সজিব,আনোয়ার, পরিবার কল্যাণ পরিদর্শিকা শরিফা খাতুন, আম্বিয়া, মাহমুদা ও পরিবার কল্যাণ সহকারী - রওশন আরা, আসমা, শজিফা, আফরোজা, রুজিনা, স্বর্ণা, শামীমা ও অন্যান্যরা। # ফজলে হাসান, ভালুকা, ময়মনসিংহ। তাং ০২/১২/২০২৫ ইং।
কমেন্ট বক্স