ঢাকা | 06 December 2025

সখীপুরে মায়ের সাথে অভিমান করে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলশিক্ষার্থী মায়ের সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলশিক্ষার্থীর নাম জিহাদ (১০)। সে উপজেলার বেতুয়া গ্রামের প্রবাসী আনিস মিয়ার ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের চাচাত ভাই জনি বলেন, সন্ধ্যার পর বাড়িতে একই বয়সের চাচাতো ভাইয়ের সঙ্গে জিহাদের ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জিহাদের মা তাকে বকাঝকা করেন। পরে রাতে সে দৌড়ে নিজের ঘরে যায়। পরবর্তীতে ওই ঘরে প্রবেশ করে জিহাদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। 
এ ব্যাপারে সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ