ঢাকা | 06 December 2025

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ভূঞাপুরে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 4, 2025 ইং
ছবির ক্যাপশন: নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যকর্মীদের অবস্থান কর্মবিরতি চলছে। ছবির ক্যাপশন: নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যকর্মীদের অবস্থান কর্মবিরতি চলছে।
ad728

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী ও পরিদর্শকদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও সেবা সপ্তাহ বর্জন করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। গত বুধবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)  দ্বিতীয়দিনেও সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান করে আসছেন।

এ সময় পরিবার পরিকল্পনা পরির্দশক মো: শাহআলম, নজরুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল হাকিম, পরিবার কল্যাণ পরির্দশিকা- সুমনা ইসলাম রুবি, পরিবার কল্যাণ সহকারী- ফিরোজ খাতুন, নিলুফা ইয়াসমিনসহ সকল মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যকর্মীরা বলেন- জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা, নববিবাহিত দম্পতি পরামর্শ, মা ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি পরিস্থিতিতে সেবা প্রদান এবং কমিউনিটি ক্লিনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখেও তারা উপযুক্ত কাঠামো পাচ্ছেন না। অবহেলা ও বিলম্বে হাজার হাজার মাঠকর্মীর কর্মজীবন স্থবির হয়ে আছে। তাই তারা নিয়োগবিধি দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ