টাঙ্গাইল জাতীয় (অনুর্দ্ধ-১৬) ক্রিকেটে ৩ উইকেটে জামালপুর জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে । ১৯ জানুয়ারি ( রোববার ) কিশোরগঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টাঙ্গাইল(অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল টসে হেরে প্রথমে বোলিং করে। জামালপুর জেলা ৪৫.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩১ রান করে। ফারসিন আহমেদ জয় সর্বোচ্চ ৬০ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের নাফিজ, সাজিদ ও শিশির ২টি করে উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল ৩৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জয়লাভ করে। দলের পক্ষে মাহিন অপরাজিত ৩৪, নাহিয়ান ২২, সাকিব ১৬, সাজিদ ১৫, ঈশান ১৪ ও শিশির অপরাজিত ১১ রান করে। জামালপুর জেলা(অনুর্দ্ধ-১৬) দলের হয়ে জমজ দুই ভাই জয় ও জিম প্রত্যেকে ৩টি করে উইকেট দখল করে।
টাঙ্গাইল জেলা(অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের যারা খেলছেন তারা হলে সাজিদ, ঈশান, নাহিয়ান, মাহিন, রুদ্র, রিফাত, নাফিজ, সাকিব, শিশির, নাফিউল, নুর খান, মারুফ, রাকীব ও রিমন খান। কোচঃ ইসলাম খান, সহকারী কোচঃ নির্মল কুমার ভৌমিক এবং ম্যানেজার মোহাম্মদ মোজাম্মেল হক।