রাজিবুল ইসলাম রিয়াজ
তৌহিদ এগ্রো নামক খামারের এক কর্মচারীর হাত-পা বেঁধে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করেছে চোরদল। গরুর বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা হবে বলে জানান খামারের মালিক তৌহিদ।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের ইটপাঞ্জাল এলাকার তৌহিদ এগ্রো খামারে এ ঘটনা ঘটেছে।জানা যায়, রোববার রাতে ইটপাঞ্জাল এলাকার তৌহিদ এগ্রো খামারের পাহারাদারকে হাত-পা ও মুখ বেঁধে রাখেন এবং খামারে থাকা আরো তিনকর্মীকে ঘরের বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে দেন চোরেরা। পরে খামার থেকে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়।
খামারের পাহারাদার মো. হযরত আলী জানান, ‘হঠাৎ রাত ৩টার দিকে তিন থেকে চারজন লোক তাকে বেঁধে ফেলেন। তারা ট্রাক নিয়ে এসেছিলেন। তিনি ট্রাকের শব্দ শুনতে পেয়েছেন। চোর চলে যাবার পর স্থানীয়রা এসে তার বাঁধন খোলেন।’
তৌহিদ এগ্রো খামারের ম্যানেজার তামিম সিয়াম শান্ত জানান, রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে। খামার থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। প্রতিটা গরুর দান দুই লাখ টাকার বেশি হবে। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘চুরির ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগে পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’