টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আয়োজনে বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাপানের শোয়া মেডিকেল ইউনিভার্সিটি স্কুল অব ফার্মেসির ভিজিটিং প্রফেসর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপপক ড. সিসিরো হিমিনো (চৎড়ভবংংড়ৎ উৎ. ঝবররপযরৎড়ঐরসবহড়). তিনি আর্সেনিকের ফলে মানবদেহে সৃষ্ট আণবিক ও যান্ত্রিক পরিবর্তন, হৃদরোগ, বিপাকীয় অসংগতি ও এন্ডোথেলিয়াল ক্ষতির বৈজ্ঞানিক দিক সমূহ তুলে ধরেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসেন প্রমুখ।
সেমিনারে বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।