ঢাকা | 25 January 2026

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ তিনজন গুরুতর আহত থানায় অভিযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে  বাড়ি থেকে জোরপূর্বক বের করে নিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় আরিফ হোসেন, আঃ বারেক, মো. শুকুর আলী, মো. নূর ইসলামসহ আরো ১৫-২০ জনের বিরুদ্ধে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বেচুরিয়াগুনি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ পূর্ব পরিকল্পিত ভাবে বাড়িতে ডুকে রাজ্জাক, তার স্ত্রী, তার ছেলের বউ এবং মেয়েকে বাড়ি থেকে বের করে মারপিট করে গুরুতর আহত করেছে। এতে নারীসহ অন্তত ৬-১০জন আহত হয়েছেন। তারমধ্যে গুরুতর আহত হয়েছেন ৩জন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধ হয়ে অপর পক্ষকে হত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন চলে আসায়, মারধর করে গুরুতর আহত করে আরিফ গং। আহতদের মধ্যে ২জন নারীও রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বিবাদীগনদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে। এর জের ধরে গত ১৬ জানুয়ারি শুক্রবার সকালে মো. আব্দুর রাজ্জাক তার ফার্মে খাবার দিতে ছিলো। এ সময় বিবাদীগন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র, দা, লাঠি, লোহা রড নিয়ে তার বসতবাড়ীতে প্রবেশ করে বাদীর বাবাকে টেনে হেছড়ে বাড়ী হইতে বাহির করে বাড়ীর পূর্ব পাশের রাস্তার উপর নিয়া এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। মামলার অন্যান্য বিবাদীগন তার বাবাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ দুই হাত দুই পায়ের উপর বাইরাইয়া দুই পায়ে হাটুর নিছে ও ডান হাতের কুনুয়ের নিচে গুরুতর জখম করে। বাদীর বাবাকে মারতে দেখে তার মা মোছা. ছকিনা বেগম, ছোট ভাই সজীব, তার স্ত্রী আকলিমা, বোন রুমা ফিরাইতে গেলে বিবাদীগন তাদেরকেও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। বিবাদী আরিফ হোসেন তার হাতে থাকা বাগি দা নিয়া খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে বাদী সরিয়া গেলে উক্ত কোপ ডান পায়ের হাঁটুর নিচে লেগে পায়ের রগ কেটে যায় এবং তার বাবা গুরুতর আহত হোন। তাদের ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন প্রকার ভয় ভীতি এবং খুন করার হুমকি প্রদান করে চলে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজনে সহায়তায় বাদী ও তার পরিবারের লোকজন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা জন্য ভর্তি হোন। তবে তার বাবার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 
এ বিষয়ে মধুপুর থানার অভিযোগ করা হয়েছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ