মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ১০ দলীয় জোট নেবৃন্দ ঐক্যবদ্ধ কাজ করার ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়া খান মারুফের সভাপতিত্বে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার ছাড়াও খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী (প্রত্যাহারকৃত) মাওলানা আবু তাহের তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (প্রত্যাহারকৃত) মাওলানা মনিরুজ্জামান খান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান ছিটু, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বদিউজ্জামান, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বকারী লিটন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল কাশেম মৃধা। সংবাদ সমেম্মলনে নিজেদের মনোনয়ন প্রত্যাহারকারী দুই নেতা মাওলনা আবু তাহের তালুকদার ও মাওলনা মনিরুজ্জামান খানসহ নেতৃবৃন্দ ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ তালুকদারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
এ সময় জামায়াত মনোনীত প্রার্থী মাওলনা আব্দুল্লাহ তালুকদার বলেন, তিনি নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দিবেন না। উপজেলার অবহেলিত গ্রামগুলোর উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। এছাড়া ভিন্ন ধর্মীরা তাদের ধর্মীয় আচারানুষ্ঠানসহ সমভাবে যাতে নাগরিক অধিকার ভোগ করতে পারে তার ব্যবস্থা করবেন।