টাঙ্গাইলের ৮টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদসহ সকল আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।