টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মধুপুর পৌরশহরের জামালপুর সড়কের পাশের মাঠে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আহসান হাবীব ইমরোজ। প্রধান আলোচক ছিলেন মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহেল কাফী, টাঙ্গাইল জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি হোসনি মোবারক বাবুল, ঘাটাইল উপজেলা জামায়াতের আমীর মো. রাসেল মিয়া, মধুপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. রিদুয়ানুল্লাহ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন মো. মোন্তাজ আলী। তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু পেনশন পরবর্তী নির্বাচন পর্যন্ত সময় নিয়ে বিধিগত জটিলতা দেখা দেওয়ায় প্রার্থী পরিবর্তন করা হয়। বর্তমানে ডা. আব্দুল্লাহেল কাফী মধুপুরে জামায়াতের মনোনীত প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল্লাহেল কাফীকে নির্বাচিত করার জন্য সকলে মিলে কাজ করার আহবান জানান বক্তারা।
সভা শেষে অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, ডা. মো. আব্দুল্লাহেল কাফীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মধুপুর পৌরশহরে জনসংযোগ করেন।