ঢাকা | 25 January 2026

কালিহাতীতে জামায়াতের প্রীতি সমাবেশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে এক প্রীতি সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। গতকাল শনিবার সকালে এলেঙ্গার একটি রেস্টুরেন্টে উপজেলা জামায়াত এই প্রীতি সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলটির জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলী মিঞা। বিশেষ অতিথি ছিলেন এনডিএফ এর সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সদস্য, চার্টার্ড একাউন্ট মো. লিয়াকত আলী খান ও টাঙ্গাইলের কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম এনামুল হক, টাঙ্গাইল শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান, সাবেক শিবির নেতা খন্দকার জাহিদুল ইসলাম, রেজাউল করিম, মো. রোকনুজ্জামান, জামায়াত নেতা মাওলানা শাহজাহান কবির, আব্দুর রহমান সরকার, মাওলানা সাখাওয়াত হোসেন, সাদত কলেজ শাখা শিবির সভাপতি শাকিল আহমেদ, উপজেলা শিবির সভাপতি ইমরান হোসাইন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন হাফিজুর রহমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ