ঢাকা | 25 January 2026

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণায় ২ কোটি ৪৫ লাখ টাকার চুক্তি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় ২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫২০ টাকা গবেষণা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
ভাসানী বিশ^বিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। 
ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাত থেকে এই অর্থ বরাদ্দ প্রদান করা হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে স্বাক্ষরিত আরডিজি (জউএ) পারফরমেন্স কনট্রাক্ট অনুযায়ী, উক্ত গবেষণা প্রকল্পে কৃষি পণ্যের বাজার সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে কণ্ঠভিত্তিক ও কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি সমন্বিত প্রযুক্তিগত সমাধান নিয়ে গবেষণা পরিচালিত হবে।
এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং সহযোগী গবেষক হিসেবে অধ্যাপক ড. নার্গিস আকতার দায়িত্ব পালন করবেন।
জনসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া জানান, ইউজিসিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা অনুদান সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

গবেষণা অনুদান প্রাপ্তিতে সংশ্লিষ্ট গবেষকদের অভিনন্দন জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, এই অনুদান প্রাপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে। তিনি এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগের জন্য ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন যে, গবেষণাটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষি বাজার ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, আইসিএসইটিইপি প্রকল্পের মোট বাস্তবায়ন ব্যয় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা, যার একটি বড় অংশ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অবশিষ্ট অংশ বাংলাদেশ সরকার বহন করছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ