ঢাকা | 06 December 2025

কালিহাতীতে অগ্নিকান্ডে একজন মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজি পাড়া বাজারে সোমবার  দুপুরে আগুন লাগলে গফুর (৬০) নামে একজন পুড়ে মারা গেছে। সে দত্ত গ্রামের নবাব আলীর ছোট ভাই।
জানা গেছে, কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কাগুজি পাড়া বাজারে বেলা ১ টার সময় আফজাল টেড্রার্স পেট্রোল,গ্যাসের দোকানে আগুন লাগলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে দোকানে থাকা আ: গফুর পুড়ে মারা যায় এবং দোকানে থাকা মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভে ফেলে। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ধারনা করা যায় পেট্রোলের   
অথবা গ্যাসের বোতলে হতে আগুনের সূত্র হতে পারে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ