ঢাকা | 25 January 2026

টাঙ্গাইলে "দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ”রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই স্লোগান ।
রবিবার ১৮ জানুয়ারি ২০২৬  দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই    কর্মশালার আয়োজন করেন দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়। তিনটি ভাগে বিভক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।   

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষনা ও পরীক্ষা) মোহাম্মদ  রফিকুল ইসলাম এবং দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান।

 দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো: ফখরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুদকের সহকারী পরিচালক মো. নুর আলম।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি আলীম আল রাজী, সহ-সভাপতি রাহেলা জাকির, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ,সদস্য নাসেরী আজাদ সম্পা, সদস্য মৃণাল কান্তি রায়সহ টাঙ্গাইল জেলা ও উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্যগন অংশগ্রহণ করেন ।  

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ