ঢাকা | 25 January 2026

টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল আলীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। বুধবার টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে বুধবার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন গোয়েন্দা পুলিশের একটি দল টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় মাদক উদ্ধার অভিযান চালায়।

অভিযানে দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীমকে (৪১) গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা তিন হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আব্দুল আলীমকে জব্দ করা মাদকদ্রব্যসহ টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ