টাঙ্গাইলের পোড়াবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ী বাজারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সদর উপজেলা কৃষক দলের সদস্য রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামিমুর রহমান খান শামীম। বিশেষ অতিথি ছিলেন নবগঠিত সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এসএম কাউসার আহমেদ, সচিব সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষকদলের সদস্য নজরুল ইসলাম, মনির হোসেন ও আব্দুল্লাহ আজিজ মণ্ডল। মিলাদ মাহফিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী টাঙ্গাইল সদর-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর জন্য ভোট প্রার্থনা করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।