ঢাকা | 25 January 2026

টাঙ্গাইল-৮ আসনে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাসাইল প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন। 

এসময় তিনি বলেন, ‘১০ দলীয় জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে বাসাইল-সখীপুরসহ দেশ ও প্রবাসী ভাই-বোনদের কাছে দোয়া চাই। আমি ১০ দলীয় জোটের প্রতীকে আপনাদের মূল্যাবান ভোট প্রত্যাশা করছি।’ 


সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সিয়াম হোসেনসহ অন্যরা। 

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য রেজওয়ান শরীফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য সাইদুল ইসলাম দিপু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ