ঢাকা | 25 January 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইলের আটটি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের নমুনা তাদের হাতে তুলে দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক। এসময় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তবৃন্দ, প্রতিদ্বন্দি প্রার্থীদের সমর্থক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা করার অনুরোধ জানিয়ে বলেন, কোন অবস্থাতেই নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা যাবে না।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল হতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করবেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ