ঢাকা | 06 December 2025

দ্রোহে চোখের কান্নায় খালেদা জিয়ার সুস্থ্যতার প্রার্থনা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মনোনয়ন বঞ্চিত ও বহিস্কারের ঘটনায় ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুরে ছিলো বিক্ষোভ মিছিলের কর্মসূচী। এ চোখের দ্রোহে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় চোখের কান্নায় পরিসমাপ্তি ঘটলো ওই কর্মসূচীর। রোববার (৩০ নভেম্বর/২৫) এ ঘটনা ঘটে।   
জানা গেছে, ১৪৭ ময়মনসিংহ-৩ আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়। এতে ক্ষুব্ধ ছিলেন আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক (বহিস্কৃত) আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে গত ৯ নভেম্বর দু’পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর ৯ নভেম্বর রাতেই আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ পাঁচ জন ও ১০ নভেম্বর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের আরো ১৯ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়। এ নিয়ে দ্রোহের আগুনে পুড়ছে কর্মীরা।

এদিকে বিএনপির মনোনয়ন পরিবর্তন ও মনোনয়ন বঞ্চিত হিরণ সহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রোববার বিকালে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় হিরণের অনুসারীরা। বিক্ষোভ কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থান কর্মীরা ছুটে আসেন পৌর শহরে। বিষয়টি জানতে পেরে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ কর্মীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জন্য দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেন। পরে বাদ আসর ঐতিহাসিক শহীদ হারুন পার্ক চত্বরে উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের ব্যানারে দোয়া মাহফিল আয়োজন করা হয়। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন গৌরীপুর পৌর শহরের বড় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. সাইদুর রহমান।

গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম বলেন, বিএনপির মনোনয়ন পরিবর্তন ও ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। বিষয়টি জানতে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ আমাদের বার্তা দেন  যে, আমাদের নেত্রী খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের চেয়ে আমাদের কাছে নেত্রীর সুস্থতা সবচেয়ে বড় বিষয়। এ কারণে কর্মসূচি স্থগিত করে নেত্রীর সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। 

উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমরা শত শত নেতা-কর্মী আজকে উনার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছি। সৃষ্টিকর্তার কাছে আজকে আমাদের এখন একটাই প্রার্থনা তিনি আমাদের দেশনেত্রীকে যেনো সুস্থ করে দিন।  

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ জানান, প্রত্যেকটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসেছিলেন মনোনয়ন পরিবর্তন, বহিস্কৃতদের এ আদেশ প্রত্যাহার ও নারী সমাবেশে হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচীতে। যেহেত দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য সে জন্য সেই বিক্ষোভ কর্মসূচীর স্থলে আমরা দোয়া মাহফিল করেছি।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 
মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, যেখানে আমাদের নেত্রী গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে এখন আমাদের মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিক্ষোভ করার সময় নয়। দলের নেতা-কর্মীসহ সমগ্র দেশবাসীর এখন একটাই চাওয়া সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থতা। আমরা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশনেত্রীর সুস্থতা কমনা করছি। তাই নেতা-কর্মীদের কর্মসূচি স্থগিত করে উনার সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন করার কথা বলেছি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ