ঢাকা | 25 January 2026

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণায় অংশ নিতে কোনো বাধা নেই: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচার- প্রচারণায় অংশ নেয়া কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন, এতে কোনো বাধা নেই। সাদা ব্যালট তৈরি করবে সরকার আর গোলাপি ব্যালট গঠন করবে রাষ্ট্র। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র, স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের জন্য হ্যাঁ ভোট দিতে হবে।’

সোমবার দুপুরে ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে’ বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয় সে দায়িত্ব শহিদেরা দিয়ে গেছে। দেশে যেন অতীতের শাসনের পুনরাবৃত্তি না হয়। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমেই তা নিশ্চিত হবে।’

আলী রীয়াজ আরো বলেন, “কে ক্ষমতায় গেল, কে গেল না, তাতে কিছু যায় আসে না। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে।'“এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত থাকবে বলে কথা দিয়েছে। সুতরাং গণভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তা সফল হবে না।”

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ একে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।এসময় উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে ন্যায় ভিত্তিক ও মানবিক দেশ প্রতিষ্ঠা সম্ভব। গণভোট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এদের ফাঁদে পড়া যাবে না। আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য হ্যাঁ ভোট দিতে হবে। সংবিধানকে ব্যবহার করা হয়েছে জনগণের উপর জুলুম করতে। আমরা সংবিধান সংশোধন করতে চাই। এটি হ্যাঁ ভোটের মাধ্যমেই সম্ভব। এছাড়াও কিছু তথাকথিত ব্যবসায়ী ব্যবসার নামে লুটপাট করছে বলেও উল্লেখ করেন তিনি।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘গণভোটের মুল বিষয় হলো, আমরা জুলাই আন্দোলনে পক্ষে না বিপক্ষে। গণভোটে নির্ধারিত হবে আমরা নিজেদের ভাগ্য নিজেরা গড়বো না কি অন্যের হাতে ছেড়ে দিবো।’

দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট" এই প্রতিপাদ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে  ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ