টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে “ভোটের রিকশা” কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জেলা তথ্য অফিস, টাঙ্গাইল এর আয়োজনে "ভোটের রিকশা” কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রমের শুরুতে জেলা তথ্য অফিস, টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত গণভোট সম্পর্কে উপস্থিত জনসাধারণের সামনে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাবাসসুম সুলতানা, অন্যান্য স্টাফগণ ও সাধারণ জনগণ। ভোটের রিকশা" কার্যক্রম টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার ১২০ টি ইউনিয়নে পর্যায়ক্রমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়ন করবে। টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত বলেন, এই "ভোটের রিকশা" প্রচার কার্যক্রম আগামী ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।