ঢাকা | 25 January 2026

শেরপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
‘স্বদেশ পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে’ এই প্রতিপাদ্যে শেরপুর সরকারি কলেজসহ শেরপুরের সর্বত্র যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সূর ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় পুষ্পাঞ্জলী নিবেদনে কলেজের সনাতনী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এছাড়া অন্যান্য পূণ্যার্থীরাও এ আয়োজনে শামিল হয়। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ মো. আক্রাম হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শিব শংকর কারুয়া, সদস্য সচিব উদয় কুমার সাহাসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শিব শংকর কারুয়া বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সূর ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় এ পূজার আয়োজন করেছি। এতে আমাদের কলেজের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্য পূণ্যার্থীরাও অংশগ্রহন করেছে। কোনো ধরণের বিঘ্নতা ছাড়াই আমাদের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ