টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফ হাসান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের নামদারপুর মাদ্রাসাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার দেবরাজ গ্রামের সৌদি আরব প্রবাসী নূর নবীর ছেলে। মারুফ মাত্র দুইদিন আগেই নতুন মোটরসাইকেলটি কিনেছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মারুফ তাঁর নতুন মোটরসাইকেল নিয়ে স্থানীয় নামদারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা ইটের স্তূপের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারুফ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল হক জানান, খবর পেয়ে নিহত মারুফের বাবা প্রবাস থেকে বাড়ি ফিরে আসতেছেন। তিনি ফিরলে মারুফের লাশ দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।