বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দরিদ্র অসহায় মানুষের মাঝে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধারাবাহিক ভাবে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে সুলতান সালাউদ্দিন টুকু। আজ সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমের উদ্যোগে টাঙ্গাইল পৌরসভা ১১নং ওয়ার্ডের শান্তিকুঞ্জ এলাকায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনি পাহেলী, মহিলাদল নেত্রী রহিমা বেগম, শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, হাওয়া বেগম, খাদিজা আক্তার ইমু, কোহিনুর বেগম ও কলি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।