সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো পক্ষে এলেঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুংলি দক্ষিণ পাড়া এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌরসভার নির্বাচন মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর সিদ্দিকী লিটন। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাশমত আলী ঝিলিকের সভাপতিত্বে এ আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোঃ একাব্বর আলী,সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ মিনু,পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাতেন,সদস্য সচিব এডভোকেট আজগর আলী,পৌর বিএনপির শ্রমিকনেতা মোঃ রুবেল হোসেন,৫নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মোঃ মামুন প্রমুখসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।