ঢাকা | 25 January 2026

কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ সম্পা দাস (২৬) নিজেই বাদী হয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবক উপজেলার সিলিমপুর চাটিপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে রাজু আহম্মেদ (৩০)। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে অভিযুক্ত রাজু আহম্মেদ মোবাইল ফোনে যোগাযোগ করে ভুক্তভোগীকে তার স্বামীর বাড়ির সামনে অবস্থিত একটি পরিত্যক্ত রাইস মিলে ডেকে নেন। পরে কৌশলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় তিনি ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ধারণকৃত ছবি ও ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্ত। সামাজিক মর্যাদা ও সম্মানের ভয়ে ভুক্তভোগীর পরিবার বিষয়টি দীর্ঘদিন গোপন রাখতে বাধ্য হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত রাজু আহম্মেদ সিলিমপুর চাটিপাড়া গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির ‘স’ মিলের সামনে স্থানীয়দের কাছে ওই আপত্তিকর ছবি ও ভিডিও দেখানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে।

 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ