ঢাকা | 25 January 2026

টাঙ্গাইলে ফায়ারিং প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 20, 2026 ইং
ছবির ক্যাপশন: গুলিবিদ্ধ মাসুম মিয়া ছবির ক্যাপশন: গুলিবিদ্ধ মাসুম মিয়া
ad728
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া (১৯) নামে এক পুলিশ সদস্য। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।

পুলিশ হেডকোয়ার্টারের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, পুলিশে যোগদানের পর ট্রেনিংয়ে ছিলেন মাসুম। সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পরপরই পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর দেখে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনিং সেন্টারে সকালে অস্ত্র চালানো প্রশিক্ষণের সময় অন্য এক প্রশিক্ষণার্থীর চায়না রাইফেলের গুলি মিস ফায়ার হয়ে তার পিঠে বিদ্ধ হয়। গুলিটি বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ