ছবির ক্যাপশন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) টাঙ্গাইল-৮ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আশরাফুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাঁকে শোকজ করা হয়। আজ সোমবার বিকেলে শোকজের বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী নিশ্চিত করেছেন।
শোকজ নোটিশ সূত্রে জানা গেছে, গত ৫ ও ৭ জানুয়ারি সালাউদ্দিন আলমগীর রাসেল সখীপুরে তাঁর বাসভবনের অভ্যন্তরে লোকজন নিয়ে সভা-সমাবেশ এবং আপ্যায়নের ব্যবস্থা করেন। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের সঙ্গে সংযুক্ত ছবি যাচাই করে প্রাথমিক সত্যতা পেয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে শোকজ দেন।
শোকজ চিঠিতে সিভিল জজ আশরাফুল আলম উল্লেখ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে আপনার এরূপ কর্মকাণ্ড নির্বাচনে রাজনীতিকে দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আপনাকে আগামী ২২ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু বলেন, শোকজের বিষয়ে এখনও কোনো চিঠি পাইনি। চিঠি হাতে পেলে বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।