টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। নির্বাচিত হলে তিনি টাঙ্গাইল-১ আসনে আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানি বাজারে কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
তিনি আরও বলেন, শিক্ষিত বেকার নয়, হাতে-কলমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।