ঢাকা | 27 January 2026

মধুপুর কেন্দ্রীয় শহিদ মিনার মাদকসেবীদের নিরাপদ ঘাটি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাটি। মাদক ব্যবসায়ী এবং নেশাখোরদের দৌরাত্ম্যে শহিদ মিনারের আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আজ সোমবার মধুপুর উপজেলা আইনশৃঙ্খলা নিয়মিত কমিটির মাসিক সভায় এমন গুরুতর অভিযোগ তোলা হয়।
জানা যায়, একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর সদস্যরা বহু মানুষকে ধরে এনে মধুপুর পৌরশহরের বংশাই নদীর তীরে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় শিক্ষাহৈতৈষী ও শিল্পপতি নুরুর রহমান বংশাই নদী তীরে শহিদ স্মৃতি হাইস্কুল প্রতিষ্ঠা করেন। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় প্রশাসন গণহত্যাস্থলে একটি শহিদ মিনার নির্মাণ করে। আশির দশকে শহিদ মিনারের পাশেই মধুপুর আদর্শ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। মাঠের এক পাশে পাশে নির্মিত হয় একটি ষ্টেডিয়াম। শহিদ মিনারে যাওয়ার জন্য নির্মিত হয় পাকা সড়ক। ভাষা দিবস, বুদ্ধিজীবি হত্যা দিবস, বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্খৃতিক সংগঠন এখানে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহিদ ও একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। ভিতরে প্রবেশের জন্য একটি গেইট রয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় দিবস ছাড়া এ পবিত্র স্থানটি নির্জন ও ফাঁকা অবস্থায় থাকে। আর এ সুযোগটিকে কাজে লাগায় এলাকার মাদকসেবীরা। বিকাল ৫টার পর থেকে এখানে আনাগোনা শুরু হয়। রাতে রীতিমতো মাদকের হাট বসে। মধুপুর ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ জানান, এরা খুবই বেপরোয়া। কাউকেই তোয়াক্কা করেনা।
দিনের বেলায় অনেক সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে আড্ডা জমায়। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, সন্ধ্যার পর এর আশপাশ দিয়ে হাটতে ভয় করে। পাশেই শহিদ স্মৃতি কলেজ ও আদর্শ মাদ্রাসা। মাদকসেবীদের বেপরোয়া আচরণে শিক্ষার্থীরা অনেক সময় বিব্রত হয়। ষ্টেডিয়াম পাড়ার বাসিন্দারা জানান, শহিদ মিনার চত্বরে যারা নেশা করে তারা এলাকার নানা ধরনের অপরাধের সাথে জড়িত। 
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হোসেন বলেন, ‘এখানে যারা মাদক সেবন করে তারা সবাই প্রভাবশালীদের সন্তান। তাই স্থানীয় বাসিন্দারা এসব নিয়ে মুখ খোলেননা। যে কোন মূল্যে শহিদ মিনার প্রাঙ্গনের মাদকের ঘাটি নির্মূল করা হবে।’ আইন সভায় তিনি মানুষ নর্মিত হয় শহিদ স্মৃতি কলেজ ও মধুপুর আদর্শ ফাজিল মাদ্রাসা। 
মধুপুর থানার ওসি আবু জাফর ইকবাল জানান, পুলিশ মাদক সেবী ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছে। কাইকে ছাড় দেয়া হবেনা।





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ