ঢাকা | 27 January 2026

টাঙ্গাইলে মাভাবিপ্রবি ছাত্র সংসদের দাবিতে ভাইস চ্যান্সেলর রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনের দাবিতে ভাইস—চ্যান্সেলর রুমের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরআগে শিক্ষার্থীরা ভাইস—চ্যান্সেলরের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ ও দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানালে নানা জটিলতার কথা জানান। পরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় ভাষানী বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের তুষার আহমেদ, রসায়ন বিভাগের অনিক ইসলাম অপু, টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিব, হিসাববিজ্ঞান বিভাগের জুবায়েদ আল হাবিব মুবিনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন— দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ও দ্রুত নির্বাচন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া না মানছে না। তাই দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ও নির্বাচনের আয়োজন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও প্রদান করেন তারা।

এ প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন— মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইনে মাকসু নেই। যার কারণে এটা আইনি প্রক্রিয়ার লক্ষ্যে রিজেয়েন বোর্ডে নিয়ে যাই, সেখানে আলোচনার পরে আমাদের এই গঠনতন্ত্র এবং মাকসু নির্বাচনের বিষয়ে আমরা অগ্রায়ন করি। নির্বাচন আয়োজনে আমরা সর্বোচ্চটা করে যাচ্ছি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ